অটোচালকের থেকে উদ্ধার হীরে, সোনা, রূপোর একাধিক গয়না ও জিনিসপত্র। মঙ্গলবার একটি চুরির ঘটনায় তামিলনাড়ুর চেন্নাই (Chennai) থেকে গ্রেফতার আরোগ্যরাজ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর অটো। দিনকয়েক আগে চিত্তলাপক্কমে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে ওই অটোচালককে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত ব্যক্তি আগেও মাদক মামলায় গ্রেফতার হয়েছিল।

চুরির গয়না বিক্রি করতে গিয়ে পাকড়াও অভিযুক্ত

জানা যাচ্ছে, সম্প্রতি চিত্তলাপক্কমে একটি বাড়ি থেকে চুরি যায় ৯০টি সোনা, ৫০ গ্রাম হীরা এবং ৭৫০ গ্রাম রূপোর গয়না ও জিনিসপত্র। ব্যবসায়ীর তরফ থেকে পুলিশে অভিযোগ জানালে শুরু হয় তদন্ত। আর তদন্তেই উঠে আসে আরোগ্যরাজের নাম। তারপর তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে এদিন বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, অটো নিয়ে গয়না ও জিনিসপত্রগুলি পাচার করার চক্রান্ত ছিল তাঁর।

মাদক পাচারে আগেও গ্রেফতার হয় অভিযুক্ত

জেরায় সে জানায়, অটোর কিনতে সে ঋণ নিয়েছিল। সেই ঋণের টাকা মেটাতেই সে ওই ব্যবসায়ীর বাড়িতে চুরি করে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে ২০২২ সালে তাঁকে গাঁজা সহ আটক করা হয়ছিল। সেই সময় সে মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত ছিল।