প্রতীকী ছবি (Photo Credits: Pexels)

নয়াদিল্লিঃ নাবালক-নাবালিকাদের(Minors) সোশ্যাল মিডিয়া(Social Media) ব্যবহারে নতুন নিয়ম আনতে চলেছে অস্ট্রেলিয়া(Australia)। ১৬ বছরের কম বয়সীরা কোনও সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না, এমন নিষেধাজ্ঞা জারি হতে চলেছে সে দেশে। চলতি মাসেই এই সংক্রান্ত আইন পাস করবে অস্ট্রেলিয়া সরকার।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেছেন, এই আইনের অন্যতম উদ্দেশ্য সামাজিক মাধ্যমের ক্ষতিকারক প্রভাব থেকে শিশুদের রক্ষা করা। শিশুদের অভিভাবকেরাও এই বিষয়ে চিন্তিত। তাই আমরা সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্তে আসার কথা স্থির করেছি। সরকার দেশের মানুষের পাশে রয়েছে।" তবে সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞাটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যম ব্যবহারকারী নাবালক-নাবালিকাদের জন্য প্রযোজ্য হবে না। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আলবেনিজ স্পষ্ট করেছেন, ব্যবহারকারীদের জন্য কোনো জরিমানা হবে না। আইনটি পাস হওয়ার ১২ মাস পর কার্যকর হবে  এটি। এবং আইনটি কার্যকর হওয়ার পরও পর্যালোচনার সুযোগ রাখা হবে বলে জানা গিয়েছে। কিছু বিশেষজ্ঞ অবশ্য সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা নিয়ে সমালোচনা করেছেন। প্রসঙ্গত, আগেও এমন নিষেধাজ্ঞার চেষ্টা করেছে অনেক দেশই। তবে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

নাবালক-নাবালিকাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ায়