অডি গাড়িটি (ছবিঃX)

নয়াদিল্লিঃ এবার খোদ দিল্লিতে (Delhi)বিলাসবহুল গাড়ির(Car) দৌরাত্ম। বাইকআরোহীদের পিষে দিল বিলাসবহুল গাড়ি। গ্রেফতার চালক। জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির জোর বার্গ এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, তীব্র গতিতে ছিল গাড়িটি। প্রথমে একটি বাইকে ধাক্কা মেরে রাস্তার পাশের গাছে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। গুরুতর জখম হন দুই বাইকআরোহী। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দিল্লি এইমস এর ট্রমা সেন্টারে ভর্তি তুষার এবং নৈতিক। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

২ বাইকআরোহীকে পিষে দিল অডি

জানা গিয়েছে, গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে ছিটকে গিয়ে পড়ে গাড়ির চালক। এই ঘটনায় কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে কোটি টাকার ওই বিলাসবহুল গাড়ি। অন্যদিকে অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বিবিএ পড়ুয়া সে। তার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই ওই পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটাল সে তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজধানীতে বিলাসবহুল গাড়ির দৌরাত্ম, ২ বাইকআরোহীকে পিষে দিল অডি