বিজেপি নেতার ছেলের গাড়ি (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাতের অন্ধকারে বিলাসবহুল গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের(Nagpur) রামদাসপথ এলাকায় । জানা গিয়েছে,গাড়িটি মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি(Maharashtra BJP Chief) চন্দ্রশেখর বাওয়ানকুলের(C) পুত্রের। রবিবার রাত ১টা নাগাদ রামদাসপথ এলাকার তিন রাস্তার মোড়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে সংকেত বাওয়ানকুলের(Sanket Bawankule) বিলাসবহুল 'অডি' গাড়ি। সেই সময় গাড়িতেই উপস্থিত ছিলেন বিজেপি নেতার পুত্র সহ আরও তিন বন্ধু। ঘটনার পর সংকেত এবং তাঁর দুই বন্ধু পালিয়ে যান। চালক এবং একজনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের জামিন হয়ে যায় বলে খবর। এই ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। জানা গিয়েছে, দুর্ঘটনার রাতে একটি পানশালা থেকে ফিরছিলেন সংকেত এবং তাঁর সঙ্গীরা। পথে এই ঘটনা ঘটে। সীতাবুলদি থানার এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “মানকাপুরের দিকে আসার সময় অডি গাড়িটি আরও বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে। মানকাপুর সেতুর কাছে অডি গাড়িটিকে ধরে ফেলেছিলেন এক ক্ষতিগ্রস্ত গাড়ির চালক। তখনই সংকেতসহ ওই গাড়ির তিন জন পালিয়ে যান। ইতিমধ্যেই গাড়ির চালক অর্জুন হাওড়ে এবং রনিত চিত্তামওয়াড় নামে অপর এক জনকে গ্রেফতার করা হয়েছ। ধৃত দু’জনকে প্রথমে তেহসিল থানায় নিয়ে গিয়েছিলেন ক্ষতিগ্রস্ত গাড়ির চালক। পরে তাঁদের পাঠানো হয় সীতাবুলদি থানায়। পরে ধৃতদের জামিন হয়ে যায়।” এই ঘটনার পর বিজেপি সভাপতি চন্দ্রশেখর স্বীকার করেন ওই গাড়িটি তাঁর ছেলের। সবশেষে তিনি বলেন, "আইন সকলের জন্য সমান। পুলিশের উচিত নিরপেক্ষ তদন্ত করা। যে বা যাঁরা দোষী তাঁদের উপযুক্ত শাস্তি হোক।" এই ব্যাপারে পুলিশের সঙ্গে কোনও কথা বলেননি বলে সাফ জানান বিজেপি সভাপতি।

নাগপুরের রাস্তায় 'অডি' দিয়ে একাধিক গাড়িতে ধাক্কা

উদ্ধার ঘটনার সিসিটিভু ফুটেজ