বেঙ্গালুরু, ৪ জানুয়ারি: মাসখানেকও জেল খাটতে হল না। জামিন পেয়ে গেলেন বেঙ্গালুরুর ইঞ্জিনিয়র অতুল সুভাষের (Atul Subhash) আত্মহত্যায় সরাসরি প্ররোচনার অভিযোগ ওঠা তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া (Nikita Singhania)। বেঙ্গালুরু নগর দায়রা আদালতে নিকিতার পাশাপাশি জামিন মঞ্জুর হল অতুল সুভাষের শাশুড়ি নিশা এবং শ্যালক অনুরাগ সিংহানিয়ারও। গ্রেফতার হওয়ার পর ২৬ দিনের মাথায় জামিন মিলল নিকিতা ও তার পরিবার। চার বছরের ছেলের দেখাশোনার যুক্তি দেখিয়েই নিকিতা জামিন পেলেন বলে খবর।
অতুল সুভাষের আত্মহত্যার ঘটনা
এই নিকিতা (স্ত্রী), নিশা (শাশুড়ি), অনুরাগ (শ্যালক)-এর বিরুদ্ধে সরাসরি নির্যাতনের অভিযোগের আঙুল তুলে আত্মহত্যা করেছিলেন উত্তর প্রদেশের বাসিন্দা অতুল সুভাষ। বেঙ্গালুরুতে কর্মরত সুভাষের ২৪ পাতার সুইসাইড নোট পড়ে শিউরে উঠেছিল দেশ। অতুলের মৃত্যুর পর গা ঢেকে দিয়েছিলেন তাঁর স্ত্রী নিকিতা। পরে বেঙ্গালুরু পুলিশের বিশেষ দল নিকিতা-কে গুরুগ্রামের একটি পিজি থেকে গ্রেফতার করা হয়। তার আগে গ্রেফতার করা হয় অতুলের শাশুড়ি ও শ্যালককে।
জামিন পেয়ে গেলেন অতুলের স্ত্রী, শাশুড়ি, শ্যালকরা
Bail Granted to Wife Nikita Singhania in Atul Subhash Suicide Case
Days Until Bail:
Nikita Singhania, Nisha Singhania, and Anurag Singhania were granted bail 26 days after their arrest.#AtulSubhash #AtulSubhashsuicidecase #NikitaSinghania #JusticeF
🔍 Case Brief:
Atul… pic.twitter.com/lADawvYwH4
— know the Unknown (@imurpartha) January 4, 2025
কেন করেছিলেন আত্মহত্যা
গত ৯ ডিসেম্বর বেঙ্গালুরুতে উদ্ধার করা হয় ৩৪ বছরের অতুল সুভাষের দেহ। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল তাঁর। অসম্ভব মানসিক চাপে আত্মহত্যা করার আগে স্ত্রী নিকিতা ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অতুল।
(Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.)