নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) চর্চায় বেঙ্গালুরুর(Bengaluru) অতুল সুভাষের(Atul Subhash) মৃত্যু। স্ত্রী এবং তার পরিবারের অত্যাচারের শিকার হতে ২৪ পাতার সুইসাইড নোট(Suiide Note) এবং একটি দীর্ঘ ভিডিয়ো বানিয়ে আত্মহত্যা করেন তিনি। ৩ কোটি টাকা খোরপোশ চাওয়া হয় তাঁর থেকে। এ ছাড়া অতুলের মা, বাবা ভাইকেও নানাভাবে হেনস্থার অভিযোগ আনা হয়েছে অতুলের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দিনের পর দিন ঈই লাঞ্ছনা সহ্য করতে না পেরে শেষমেশ নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন অতুল। আর অতুলের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সাত বছর আগের স্মৃতি। ২০১৭ সালে প্রায় একই পরিস্থিতির শিকার হন দিল্লির অরবিন্দ ভারতী। মিথ্যা মামলায় ভারতী এবং তাঁর পরিবারকে ফাসায় রিচা, এমনটাই অভিযোগ। স্ত্রী রিচার অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নেন তিনিও। এই ঘটনায় জেল হল স্ত্রী রিচার। কিন্তু পরে জামিনেন পেয়ে যায় সে। অতুল সুভাষর মৃত্যু যেন ভারতীর মায়ের সন্তান হারানোর বেদনাকে উস্কে দিয়েছে।
স্ত্রীর অত্যাচারে অতুলের মতোই পরিণতি হয়েছিল দিল্লির অরবিন্দর
"Tortured Day And Night": When Delhi Saw Case Similar To Techie's Suicidehttps://t.co/UFyzlUdLLu pic.twitter.com/KQtI5eYJit
— NDTV (@ndtv) December 12, 2024