নয়াদিল্লিঃ অবশেষে হাসপাতাল (Hospital) থেকে ছাড়া পেলেন দিল্লির জলমন্ত্রী (Water Minister Of Delhi) অতিশী মারলেনা (Atishi Marlena)। আজ, বৃহস্পতিবার দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল তাঁকে। এখন সুস্থ রয়েছেন তিনি। তবে দুর্বলতা রয়েছে, নিজের পায়ে হাঁটতে পারছে না আপ (Aam Admi Party) নেত্রী। হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে এনে তাঁকে ধীরে-ধীরে গাড়িতে ওঠানো হয়। প্রসঙ্গত, দিল্লিতে তীব্র জলসঙ্কট রুখতে বেশ কিছুদিন ধরে লড়াই করছেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টি-র নেত্রী অতিশী। হরিয়ানা থেকে জল সরবরাহ ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন তিনি। অনশনের চার দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন জলমন্ত্রী। কমতে থাকে সুগার লেভেল। শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করায় চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ২৫ জুন গভীর রাতে তাঁকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সুস্থ হয়ে ওঠায় তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
AAP's Atishi, Whose Heath Worsened Due To Hunger Strike, Discharged From Hospital https://t.co/ljzDHRf3zf pic.twitter.com/IngBYUzQeB
— NDTV (@ndtv) June 27, 2024