দিল্লি, ১৪ এপ্রিল: উমেশ পাল হত্যা মামলায় মূল অভিযুক্ত আতিক আহমেদের (Atiq Ahmed) ছেলে আসাদ (Asad) নিহত হওয়ার পর থেকে জোর শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। উত্তরপ্রদেশের ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে নিহত হয় আসাদ। আসাদের সঙ্গী গুলামও বৃহস্পতিবার নিহত হয় ঝাঁসিতে। আসাদের মত্যুর পর তার মৃতদেহ সনাক্ত করেন আতিক আহমেদের শ্বশুরমশাই। আসাদের মৃতদেহ তাঁর দাদু সনাক্ত করলেও, গুলামের মৃতদেহ নিতে অস্বীকার করে পরিবার।
প্রসঙ্গত উমেশ পাল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আসাদ এবং গুলামের খোঁজ দিতে পারলে, ৫ লক্ষ করে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয় উত্তরপ্রদেশ পুলিশের তরফে। ফলে বেশ কিছুদিন ধরে গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদ এবং গুলামকে খোঁজার পর বৃহস্পতিবার পুলিশ এনকাউন্টার করে। এনকাউন্টারেই মৃৃত্যু হয় আসাদ এবং গুলামের।
আরও পড়ুন: Atiq Ahmed Video: পুলিশের গুলিতে নিহত পুত্র আসাদ, আদালতে কড়া নিরাপত্তার মোড়কে মাফিয়া আতিক আহমেদ
অন্যদিকে ছেলের মৃৃত্যযু সংবাদ পেয়ে প্রয়াগরাজের সিজেএম আদালতের মধ্যে কেঁদে ফেলে আতিক আহমেদ।