Yogi Adityanath, Atiq Ahmed (Photo Credit: Instagram/ANI)

দিল্লি, ১৮ এপ্রিল: মাফিয়া তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের (Atiq Ahmed) খুন নিয়ে গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ এবং সাংবাদমাধ্যমের সামনে আতিক আহমেদকে কীভাবে খুন করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী বলেন, এবার থেকে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আর কোনও শিল্পপতিকে হুমকি দেবে না মাফিয়ারা। এবার থেকে কোনও মাফিয়া বা অপরাধী কোনওভাবেই উত্তরপ্রদেশের শিল্পপতিদের হুমকি দিতে পারবে না। ফোন করে শিল্পপতিদের হুমকি দেওয়ার দিন উত্তরপ্রদেশে শেষ বলে মন্তব্য করেন আদিত্যনাথ।

আরও পড়ুন: Kangana Ranaut: আতিক আহমেদ খুন, যোগীর প্রশংসায় নিন্দুকদের একহাত কঙ্গনার; বললেন 'চুপ করুন'

পূর্বের সরকারকে নিশানা করে তোপ দাগেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, উত্তরপ্রদেশে এমন অনেক জেলা ছিল, যেখানে ভয়ঙ্কর গোষ্ঠী সংঘর্ষ হত। এখন সেই দিন শেষ। উত্তরপ্রদেশে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে কাউকে আর ভয় পেতে হবে না বলেও সে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেন আদিত্যনাথ।

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা রাজ্য পুলিশ দেখিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন যোগী।