Maoist Encounter (Photo Credits: PTI)

দিল্লি, ২২ জুলাই: গোটা দেশ জুড়ে মাওবাদী নিধন (Maoist Encounter) প্রক্রিয়া চলছে। ২০২৬ সালের মধ্যে ভারতবর্ষ (India) থেকে মাওবাদীদের নিকেশ করতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। যার জেরে ছত্তিশগড় থেকে অন্ধ্রের সীমান্ত লাগোয়া এলাকা, ঝাড়খণ্ডে জোর কদমে মাওবাদী নিকেশ অভিযান শুরু হয়েছে। এবার ঝাড়খণ্ডের (Jharkhand) চাইবাসার (Chaibasa) জঙ্গলে শুরু হল মাওবাদী নিকেশ অভিযান। চাইবাসার জঙ্গলে মাওবাদী নিকেশ অভিযানের জেরে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়।

রিপোর্টে প্রকাশ, চাইবাসার জঙ্গল থেকে ১৪টি আইডি উদ্ধার করেন সেনা জওয়ানরা। আইইডির পাশাপাশি বিপুল গ্রেনেড এবং অ্যামোনিয়াম নাইট্রেট পাওডার উদ্ধার করা হয়েছে। অর্থাৎ বোমা তৈরির প্রায় সমস্ত ধরনের উপকরণ মাওবাদীরা চাইবাসার জঙ্গলে লুকিয়ে রেখেছিল বলে জানা যায়। এবার জঙ্গল দাপিয়ে সেখান থেকে যেমন ২ কেজি আইইডি বাজেয়াপ্ত করা হয়েছে, তেমনি গুলি, অ্যামোনিয়াম নাইট্রেট পাওডারও উদ্ধার করা হয়।

সিআরপিএফের স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা ঝাড়খণ্ডের চাইবাসার জঙ্গলে অভিযান চালান। জঙ্গলের বিভিন্ন অংশ তন্ন তন্ন করে খোঁজার পর মাওবাদীদের লুকিয়ে রাখা গুলি, বারুদ উদ্ধারকরেন তাঁরা। আইইডি, অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের পর পরিকল্পিতভাবে সেগুলি ধ্বংস করা হয় বিস্ফোরণের মাধ্যমে।

দেশের বিভিন্ন অঞ্চলের কোথাও যাতে মাওবাদীরা লুকিয়ে থাকতে না পারে, তার জন্য উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তরফে।