গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর: অসমের (Assam) ব্রক্ষ্মপুত্র (Brahmaputra River)নদীতে ভয়াবহ নৌকাডুবি। জোরহাটের নিমাতি ঘাটের কাছে সামনাসামনি দুটি নৌকার সংঘর্ষে ওই ঘটনা ঘটে। জোরহাটে নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয়ের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ (NDRF)। রাজ্যের বিপর্যয় মোকাবিলাকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা যাচ্ছে, জোরহাটের (Jorhat) নিমাতি ঘাট থেকে মাজুলি দ্বীপের দিকে যাচ্ছিল একটি নৌকা। বিপরীত দিক থেকে আরও একটি নৌকা আসছিল। ফলে মাঝ নদীতে দুটি নৌকার সংঘর্ষে দুর্ঘটনা ঘটে বুধবার সাড়ে চারটে নাগাদ।
দেখুন কী বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা...
Assam CM Himanta Biswa Sarma confirms boat accident near Nimati Ghat, Jorhat
"Advising state minister Bimal Borah to immediately rush to the accident site. I'll also visit Nimati Ghat tomorrow" he says. pic.twitter.com/yYcG0jb84b
— ANI (@ANI) September 8, 2021
ব্রক্ষ্মপুত্রে নৌকাডুবির ঘটনার পর বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেন, রাজ্য়ের মন্ত্রী বিমল বোরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বৃহস্পতিবার তিনি যাবেন দুর্ঘটনাস্থলে। কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলাকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ।
নৌকাডুবির পরপরই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেছেন। উদ্ধার কাজে সাহায়্যের জন্য কেন্দ্রের তরফে রাজ্যকে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলেও আশ্বাস দেন শাহ।