নয়াদিল্লিঃ ফের অশান্ত মণিপুর(Manupur)। আর এবার মণিপুরের শান্তিশৃঙ্খলা রক্ষায় বাড়তি নজর কেন্দ্রের(Central Government))। পাঠানো হল আরও ৫০ কোম্পানি সেনা(Soldiers)। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠক পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে মণিপুরে উত্তেজনা ছড়াতেই অসম সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবারের বৈঠকে মণিপুর নিয়ে উচ্চপর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ৫০ কোম্পানি সেনার মধ্যে রয়েছে ৩৫ কোম্পানি সিআরপিএফ এবং ১৫ কোম্পানি বিএসএফ। চলতি সপ্তাহেই মণিপুরে মোতায়েন হবে এই ৫০ কোম্পানি সেনা। প্রসঙ্গত, চলতি বছরের বারেবারে অশান্তি ছড়িয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। মে মাসে অগ্নিগর্ভ হয়ে ওঠে মণিপুর। তখন থেকেই সেখানে মোতায়েন রয়েছে ২০ কোম্পানি সেনা। ফের নতুন করে অশান্তি ছোড়ানয় এ বার কড়া হাতে হিংসা রুখতে পদক্ষেপ করছে কেন্দ্র। অন্যদিকে মণিপুরে সাম্প্রতিক হিংসার তিনটি মামলার তদন্তভার গ্রহণ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মণিপুর পুলিশের কাছ থেকে মামলা তিনটির তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মণিপুরের অশান্তি ঠেকাতে তৎপর কেন্দ্র, পাঠানো হচ্ছে ৫০ কোম্পানি সেনা
Assam Seals Border with Manipur, Deploys Commandos Over Security Concerns pic.twitter.com/iANts7rwVR
— NDTV (@ndtv) November 19, 2024