
নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পরে এবার উত্তপ্ত ভারত-মায়ানমার সীমান্ত (Indo Myanmar Border)। সেনা-জঙ্গি লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি, এমনটাই ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ইস্টার্ন কমান্ড সূত্রে খবর। এই অভিযানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। সেনা সূত্রে খবর, গোয়েন্দাদের কাছে খবর আসে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা। এই খবর পেয়েই সীমান্তবর্তী জঙ্গলে অভিযান চালানো হয়। মণিপুরের চান্দেল জেলার খেঞ্জয়ের নিউ সামতাল গ্রামে চালানো হয় অভিযান। সেখানে তল্লাশি চালিয়ে বেশকিছু সন্দেহজন বস্ত্য লক্ষ্য করে সেনা। এরপরই শুরু হয় গোলাগুলি। সেনার গুলিতে খতম হয় ১০ জঙ্গি। বুধবার রাতেও ওই এলাকায় তল্লাশি চালায় অসম রাইফেলস। অভিযান এখনও চলছে বলে খবর।
উত্তপ্ত ভারত-মায়ানমার সীমান্ত, চলছে গুলির লড়াই
এদিন ইস্টার্ন কমান্ডের তরফে পোস্ট করা হয়, "ইন্দো মায়ানমার সীমান্তের কাছে চান্দেল জেলার খেঞ্জয় তহসিলের নিউ সামতাল গ্রামের কাছে সশস্ত্র জঙ্গিদের গতিবিধি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, স্পিয়ারকর্পসের অধীনে অসম রাইফেলস ইউনিট ১৪ মে ২০২৫ তারিখে একটি অভিযান শুরু করে। এই অভিযানে কমপক্ষে ১০ জঙ্গিকে খতম করা হয়েছে। ওই এলাকায় তল্লাশি চালিয়ে চুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।" বুধবার জম্মু কাশ্মীরের সোপিয়ানেও শুরু সেনা-জঙ্গি খণ্ডযুদ্ধ। এদিন অভিযানে নেমে ১ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। পাল্টা গুলি চালায় জঙ্গিরা। গোলাগুলির জেরে ফের উত্তপ্ত হয়ে ওঠে জম্মু কাশ্মীর। দীর্ঘক্ষণ ধরে চলে এই গুলির লড়াই। বুধবার রাতভর জম্মু কাশ্মীরের নাদেরের আওয়ান্তিপোরার ট্রালে শুরু হয়েছে জঙ্গিদমন অভিযান। এলাকায় এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষী বাহিনী। কান পাতলেই শোনা যাচ্ছে গুলির শব্দ।
ভারত-মায়ানমার সীমান্তে এনকাউন্টার, সেনার গুলিতে খতম ১০ জঙ্গি, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র
Acting on specific intelligence on movement of armed cadres nearby New Samtal village, Khengjoy Tehsil, #Chandel District near the #Indo_MyanmarBorder, #AssamRifles unit under #SpearCorps launched an operation on 14 May 2025.
During the operation,… pic.twitter.com/KLgyuRSg11
— EasternCommand_IA (@easterncomd) May 14, 2025