Assam Man (Photo Credit: ANI/Twitter)

৯০ হাজার টাকার কয়েন বস্তায় ভরে গাড়ির শোরুমে হাজির হলেন এক ব্যক্তি। ৯০ হাজার টাকার কয়েন দিয়ে কিনে ফেললেন স্বপ্নের স্কুটার। বস্তায় করে ৯০ হাজারের কয়েন নিয়ে গাড়ির শোরুমে হাজির হন অসমের (Assam) দরং জেলার বাসিন্দা মহম্মদ সহিদুল হক। বস্তা কাধে নিয়ে গাড়ির শোরুমে হাজির হন সহিদুল। এরপর গুনে গুনে পয়সা দিয়ে স্কুটার কেনেন সহিদুল। যা দেখে অবাক গাড়ির শোরুমের কর্মীরা। তাঁরা এতদিন এসব বিষয়ে শুনেছেন, দেখেছেন খবরে। কিন্তু কখনও কাউকে কয়েন জমিয়ে এভাবে স্কুটার কিনতে দেখেননি বলে জানান গাড়ির শোরুমের কর্মীরা। দেখুন ভিডিয়ো...