Assam Panchayat Election Result 2025 (Photo Credits: X)

Assam Panchayat Election Result 2025: অসমে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। রবিবার, ১১ মে জেলা প্রশাসন সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু করেছে। রাজ্যের ২৭টি জেলায় ভোট গণনা একযোগে শুরু হয়েছে। একদিকে ভোটকেন্দ্র চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোটের কাউন্টিং আর অন্যদিকেও অঝোরে নেমেছে বৃষ্টি (Rain)। বৃষ্টির কারণে ভোট গণনা অল্প সময়ের জন্যে বিলম্বিত হয়েছিল ঠিকই কিন্তু তা আবার শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। অসমের মানুষ স্থানীয় নির্বাচনের ফলাফলের প্রত্যাশায় রয়েছেন।

গত ২ মে প্রথম ধাপে ১৪টি জেলায় এবং ৭ মে দ্বিতীয় ধাপে ১৩টি জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের ২১,৯২০টি আসন, আঞ্চলিক পঞ্চায়েতের ২,১৯১টি আসন এবং জেলা পরিষদের ৩৯৭টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বহু আসনেই বিজেরপি (BJP) প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয় লাভ করেছেন।

বৃষ্টির মধ্যেই চলছে গণনাঃ

আজ রবিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর কেউ যেন বিজয় মিছিল করে বিজয় উদযাপন না করেন, শনিবার রাজ্যবাসীকে স্পষ্ট সে কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী জনগণকে বিজয় সমাবেশ এবং বিজয় উদযাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তবে শনিবার বিকেলে দুই দেশ সংঘর্ষ বিরতি ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী হিমন্তের নির্দেশ কার্যকর থাকবে কিনা তা স্পষ্ট নয়। ফলাফল ঘোষণার পরেই তা জানা যাবে।