ছাত্রদের মধ্যে পড়ার মানসিকতা তৈরি করতে আসামে স্ট্রীট লাইব্রেরী খোলার ব্যবস্থা করল আসাম পুলিশ। আসাম নাগাল্যান্ড সীমান্তের গোলাঘাট জেলা পুলিশের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে উদ্বোধন হল এই স্ট্রীট লাইব্রেরীর।
এই বিষয়ে জানাতে গিয়ে গোলাঘাট জেলার এসপি পুসকিত জৈন জানান, "চুনগাজন এলাকাটি অত্যন্ত দূরের একটি এলাকা।আমরা দেখেছি যে এই এলাকার ছাত্রছাত্রী পড়ার জন্য চেষ্টা রয়েছে, সেই জন্য আমরা স্ট্রীট লাইব্রেরী কনসেপ্টটি তৈরি করেছি এবং আসমীয়া, হিন্দি এবং ইংরেজীতে বেশ কিছু বইও দেওয়া হয়েছে, এই স্ট্রীট লাইব্রেরী সকলের জন্য বিনামূল্যে খোলা থাকবে।আমরা রাস্তার মঝখানেই লাইব্রেরী তৈরী করেছি যাতে যে কোন ব্যক্তি এখান থেকে বই পড়তে পারেন।
আমরা বিশ্বাস করি যখন আরও বেশি মানুষ শিক্ষিত হবে তখন সমাজ থেকে অপরাধ অনেকটাই কমে যাবে।"
এরই পাশাপাশি সারুপাথার এলাকাতেও আরও একটি লাইব্রেরী খোলা হবে বলে জানান তিনি। এছাড়া প্রত্যেক পুলিশ স্টেশন এলাকাতে একটি করে স্ট্রীট লাইব্রেরী খোলার চিন্তাভাবনা রয়েছে বলে জানান এসপি পুসকিত জৈন।
'Open for all' street library setup in Assam with efforts of Golaghat Police, NGO
Read @ANI Story | https://t.co/1hRjhtbtkN#Assam #Golaghat #StreetLibrary pic.twitter.com/zx0uTj85b1
— ANI Digital (@ani_digital) July 24, 2023