Man Arrested For Posting AI-Generated Pornography (Photo Credits: Instagram)

ডিব্রুগড়, ১৩ জুলাইঃ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্বারা এক মহিলার ছবি ব্যবহার করে প্রাপ্তবয়স্ক কনটেন্ট এবং পর্নোগ্রাফি ভিডিও তৈরি এবং তাঁর প্রচার করার অভিযোগে অসম (Assam) থেকে গ্রেফতার হলেন এক ব্যক্তি। শনিবার রাতেই অসমের তিনসুকিয়া জেলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার হয়েছেন। যুবকের বিরুদ্ধে অভিযোগ, মহিলার ছবি ব্যবহার করে প্রাপ্তবয়স্ক কনটেন্ট বানানোর পাশাপাশি তা থেকে টাকা উপার্জনও করা শুরু করেছিলেন তিনি।

ডিব্রুগড়ের সিনিয়র পুলিশ সুপার সিজল আগরওয়াল জানান, শনিবার ওই মহিলা অভিযোগটি দায়ের করেন। তিনি অভিযোগে জানান, এই সমস্ত বিকৃত ছবি এবং ভিডিও তাঁর মানহানির জন্যে ব্যবহার করা হচ্ছে। এরপরেই পদক্ষেপ শুরু করে পুলিশ। AI-কে কাজে লাগিয়ে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিযুক্ত যুবক মহিলার প্রাপ্তবয়স্ক কনটেন্ট শেয়ার করতেন, সেই অ্যাকাউন্টে লিঙ্ক করা ফোন নম্বরই তাঁকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে।

এআই কাজে লাগিয়ে মহিলার মানহানির চেষ্টা

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম প্রতিম বোরা (Pratim Bora)। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বিভিন্ন এআই সফটওয়্যার ব্যবহার করে অভিযোগকারী মহিলার ছবি ব্যবহার করে বিভিন্ন অশ্লীল কনটেন্ট এবং পর্নোগ্রাফি তৈরি করেন তিনি। শুধু তাই নয়, ওই ইনস্টা অ্যাকাউন্ট থেকে এক মার্কিন পর্ন তারকার সঙ্গে মহিলার বিকৃত ছবিও শেয়ার করা হয়। জানানো হয়, ওই মহিলা পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন। এই নিয়ে শোরগোল শুরু হতেই বিষয়টি মহিলার নজরে আসে। এরপরেই তিনি পুলিশের দারস্ত হন।

পুরনো রাগ থেকেই এমন করেছেন প্রীতম?

পুলিশ এও জানিয়েছে, অভিযুক্ত যুবক এবং অভিযোগকারী মহিলা পূর্ব পরিচিত। ব্যক্তিগত কারণে মহিলার সামাজিক মানহানি করার জন্যেই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্তের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক, একটি ল্যাপটপ, একটি ট্যাবলেট, একটি পেনড্রাইভ, বেশ কয়েকটি সিমকার্ড সহ আরও কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে মহিলার মানহানি করার জন্যে তাঁর ছবি কাজে লাগিয়ে অশ্লীল কনটেন্ট বানাতেন যুবক। কিন্তু পরে সেখান থেকে টাকা উপার্জন শুরু করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভুক্তভোগীর পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে বেশ কিছু সাইটে আপলোড করেন তিনি। তা থেকে যুবক ১০ লক্ষ টাকাও আয় করেছেন।