রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগেই কংগ্রেস ছেড়েছিলেন। পরে অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা (CM Himanta Biswa Sarma)। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-র বিরুদ্ধে বারবারই তোপ দাগেন হিমন্ত। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে ফের লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে কটাক্ষের সুর চড়ালেন অসমের মুখ্যমন্ত্রী। বায়বারেলির সাংসদকে শিশু বলে কটাক্ষ করলেন হিমন্ত।
রাঁচিতে অসমের মুখ্যমন্ত্রী বললেন, "রাহুল গান্ধী হলেন নির্দোষ শিশু। ও নিজেকে ফ্যান্টম বলে মনে করে। মনে হয় ছোটবেলায় কমিক পড়েছে বা কার্টুন দেখেছে, তাই নিজেকে ফ্যান্টম ভাবছে। রাহুলের উচিত বাড়িতে বসে কার্টুন দেখা যাওয়া।"
রাহুল গান্ধীকে কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার
#WATCH | Ranchi, Jharkhand: On Lok Sabha LoP Rahul Gandhi's statement, Assam Chief Minister Himanta Biswa Sarma says, "Rahul Gandhi is an innocent child. He thinks of himself as a phantom. Perhaps he had read or seen a comic in his childhood, that is why he thinks of himself as a… pic.twitter.com/0y40VIVqWA
— ANI (@ANI) September 30, 2024
হরিয়ানায় শেষবেলার প্রচারে এখন পদযাত্রায় বের হয়েছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার কায়দায় রাহুলের হরিয়ানা যাত্রায় রাজ্যের ২৬টি বিধানসভা আসন ছুঁয়ে যাচ্ছে। কংগ্রেসের দাবি হরিয়ানায় রাহুলের সভায় রেকর্ড ভিড় হচ্ছে। অন্যদিকে, উত্তর পূর্ব ভারতে লোকসভা ভোটে প্রত্য়াশিত ফল করতে না পারায় দলের কাছে চাপে থাকা হিমন্ত বিশ্বশর্মাকে ঝড়খণ্ডকে বিজেপিকে ক্ষমতায় আনার দায়িত্ব দেওয়া হয়েছে।