Photo Credits: ANI

গুয়াহাটি: শনিবার অসমের (Assam) রাজধানী গুয়াহাটির (Guwahati) দিসপুরে অবস্থিত রাজ্য চিড়িয়াখানায় (state zoo) গিয়ে সম্প্রতি জন্ম নেওয়া ছোট্ট জিরাফ পারিজাতকে (little Giraffe Parijat) ফিডিং বোতল দিয়ে দুধ খাওয়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himanta Biswa Sarma)। ঘুরে দেখলেন অন্য জিরাফগুলিকেও। আরও পড়ুন: Danish Ali On His Suspension: বহুজন সমাজ পার্টি থেকে বরখাস্ত হওয়া নিয়ে কী বললেন দানিশ আলি! দেখুন ভিডিয়ো

পরে এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অসমের চিড়িয়াখানায় একটি জিরাফ একটি শিশুর (calf) জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার পরে, জিরাফটি নিজের শিশুকে প্রত্যাখ্যান করেছিল। আমাদের বন বিভাগ (forest department) মুম্বই (Mumbai) থেকে একজন জিরাফ বিশেষজ্ঞের (giraffe specialist) সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁর নির্দেশ অনুযায়ী রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের (state zoo authority) অধীনে জিরাফ শিশুটি এখন বেড়ে উঠছে এবং তার এক মাস পূর্ণ হয়েছে। প্রতিদিন আমরা জিরাফ শিশুটিকে ৭.৫ লিটার দুধ খেতে দিচ্ছি। জিরাফের বাচ্চটিকে নাম দেওয়ার জন্য, আমরা মানুষের কাছে আবেদন করেছিলাম এবং আমরা প্রায় ৩৫০টি নামের পরামর্শ পেয়েছি। তার ভিত্তিতে আমরা শিশুটির নাম দিয়েছি পারিজাত।" আরও পড়ুন: Ganga Aarti In Rishikesh: ঋষিকেশে গঙ্গা আরতি অমিত শাহের, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: