উত্তম গগৈ ও ববি সোনোওয়াল গগৈ (ছবিঃX)

নয়াদিল্লিঃ হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু (Murder) হয়েছে স্বামীর(Husband) আত্মীয়স্বজনদের তাই- জানিয়েছিল স্ত্রী(Wife) শুধু তাই নয় গোটা বিষয়টি বিশ্বাস করাতে ফাঁদেন ডাকাতির গল্পও কিন্তু তাতেও শেষ রক্ষা হল না তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী কিশোরী মেয়ে এছাড়াও এই ঘটনায় জড়িত থাকার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ

মেয়ের সাহায্য নিয়ে স্বামীকে খুন করে বসল মহিলা

জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম উত্তম গগৈ পেশায় ব্যবসায়ী অসমের ডিব্রুগড়ের লাহোন গাঁওয়ের বাসিন্দা গত ২৫ জুলাই ডিব্রুগড়ের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ মৃত্যুর পর স্ত্রী ববি সোনোওয়াল গগৈ সকলকে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী উত্তমের মৃত্যু হয়েছে মারা যাওয়ার পর উত্তমের মাথায় একটি কাটা দাগ দেখে সন্দেহ হয় উত্তমের ভাইয়ের বৌদি সোনোওয়ালকে জিজ্ঞেস করলে সে জানায়, বাড়িতে ডাকাতি হয়েছিল। এরপরই পুলিশের দ্বারস্থ হন উত্তমের ভাই তদন্তে নেমে জানা যায়, উত্তমকে খুন করা হয়েছে স্ত্রী নবম শ্রেণিতে পড়া মেয়ের হাতে খুন হয়েছেন তিনি এই ঘটনায় আরও দুই যুবককে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর, ওই দুই যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মা মেয়ের

মেয়ের সাহায্য নিয়ে স্বামীকে খুন মহিলার, গ্রেফতাঁর ৪