অসমের মন্ত্রী অতুল ভোরা (Photo Credits: ANI)

গুয়াহাটি: প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh), মেঘালয় (Meghalaya) ও মিজোরামের (Mizoram) সঙ্গে থাকা সীমান্ত সংক্রান্ত বিবাদের ( Inter-state boundary disputes) মীমাংসা আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে জানালেন অসমের সীমান্ত নিরাপত্তা ও উন্নয়ন মন্ত্রী অতুল ভোরা (Assam Border Protection And Development Minister Atul Bora)।

অসম ও মেঘালয় দুই রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর একটি আঞ্চলিক পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা আরও ছটি বিতর্কিত জায়গা নিয়েও আলোচনা করবেন। মেঘালয়ের বিধানসভা নির্বাচনের পর এই নিয়ে ফের আলোচনা শুরু হবে।

অসমের মন্ত্রী অতুল ভোরা আরও জানান, বিতর্কিত জমি নিয়ে অরুণাচল প্রদেশ ও মিজোরাম সরকারের সঙ্গেও কথা চলছে। অরুণাচল প্রদেশের সঙ্গে আলোচনার জন্যও অসম সরকার আঞ্চলিক কমিটি তৈরি করেছে। সেই কমিটিতে রাজ্যদুটির মধ্যে থাকা সীমান্ত ইস্যু নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সাম্প্রতিক কালেও একাধিকবার সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে কমিটির অন্দরে।

গত বছর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুর মধ্যে  নামসাই ডিক্লারেশন সই হওয়ার পর এই প্রথম বিতর্কিত এলাকায় পরিদর্শন করেন দুই মুখ্যমন্ত্রী।