
নয়াদিল্লিঃ ফের প্রশ্নপত্র ফাঁস(Exam Paper)! অসমে বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের কারণে বোর্ডের বাকি সব পরীক্ষা বাতিল করল অসম সরকার(Assam Board)। অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান, আগামী ২৪ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা হওয়ার কথা ছিল। মোট ৩৬টি বিষয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হয়ে জাায়ও পরীক্ষাগুলি পুনরায় কবে নেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি অসম সরকারের তরফে।
প্রশ্নপত্র ফাঁসে উত্তাল অসম
প্রসঙ্গত, চলতি মাসে ৬ তারিখ অসম জুড়ে শুরু হয়েছিল একাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা।ন্ত পরীক্ষা চলাকালীন বার বার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। থানায় অভিযোগ দায়ের হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতে শুক্রবার বাতিল হয়ে যায় অঙ্ক পরীক্ষা। এরপরই পরবর্তী সমস্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের বিষয়টির কথা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, " রাজ্য জুড়ে তিনটি সরকারি প্রতিষ্ঠানসহ ১৮টি স্কুলে নির্ধারিত পরীক্ষার এক দিন আগে গণিতের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। চেই ঘটনায় ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনটি সরকারি স্কুলের বিরুদ্ধেও কী ব্যবস্থা নেওয়া যায়, তাও বিবেচনা করা হচ্ছে। এ ছাড়াও, ১০ জেলার ১৫টি বেসরকারি স্কুলের স্বীকৃতি উপর স্থগিতাদেশ জারি করেছে সরকার।"
প্রশ্নপত্র ফাঁস! বাতিল একাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা
Assam Board Cancels Class 11 Exam Over Reports Of Paper Leak https://t.co/cSMHQEexVs
— NDTV News feed (@ndtvfeed) March 23, 2025