অসমে গাড়ি থেকে বাজেয়াপ্ত হেরোইন।এসটিএফ এবং চাচর পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে আটক করা হল একটি ট্রাক। সেখানে তল্লাশি চালিয়ে পাওয়া গেল ২.৫ কেজি হেরোইন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকার কাছাকাছি।এর পাশাপাশি ১ লক্ষ ইয়াবা ট্যাবলেটও বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের কাছ থেকে। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
কোথা থেকে এই বিপুল পরিমান মাদক এল তার তদন্ত শুরু করেছ পুলিশ।মণিপু এবং নাগাল্যান্ডের মত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচার করা আর্ন্তজাতিক চক্র রয়েছে। সেই মাদক সীমান্ত পেরিয়ে বিভিন্ন রাজ্যে চলে আসে যানবাহনের মাধ্যমে। আবার সেই ধরনেরই এক প্রয়াস রুখে দিল অসম পুলিশ এবং এসটিএফ।
Assam | A joint team of STF and Cachar district police launched an operation and intercepted a four-wheeler in the Silchar area in Cachar district. During the search, the team seized 2.5 kg of heroin, one lakh Yaba tablets from the vehicle and arrested three persons. The value of… pic.twitter.com/vuKi5FNIDg
— ANI (@ANI) July 25, 2023