হায়দরাবাদ: বর্তমান সময়ে সারা বিশ্বেই কিডনিতে (kidney) পাথর (stone) হওয়া রোগীর সংখ্যা কম নয়। বিষয়টি মোটামুটি কমনই বলা চলে। তবে একজনের কিডনি থেকে ৩০০টি পাথর বের করার ঘটনা শুনলে অবিশ্বাস্যই মনে হয়। এবার সেই ঘটনাই ঘটেছে তেলেঙ্গানার (Telengana) হায়দরাবাদে (Hyderabad)। ৭৫ বছরের বৃদ্ধ এক কৃষকের কিডনিতে অপারেশন করে ৩০০টি পাথর বের করেছেন চিকিৎসকরা (Doctors)। ওই বৃদ্ধের অপারেশন করা হয়েছে এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি ও ইউরোলজিতে (Asian Institute of Nephrology & Urology)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তেলেঙ্গানার করিমনগর জেলার (Karimnagar district) ওই কৃষকের নাম রাম রেড্ডি। বিগত কয়েকমাস ধরেই তিনি পিঠ, কোমর ও তলপেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। কিছুদিন আগে তাঁকে হায়দরাবাদের হাইটেক সিটি এলাকায় অবস্থিত এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি ও ইউরোলজিতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। এরপরই তাঁকে চিকিৎসকরা আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করান। তাতেই ধরা পড়ে যে ওই বৃদ্ধ কৃষকের ডানদিকের কিডনিতে সাত সেন্টিমিটারেরও বেশি বড় সাইজের প্রচুর পাথর রয়েছে। রিপোর্ট দেখার পরে চিকিৎসকরা ওই কিডনিতে অপারেশন করতেই বের হয় ৩০০টি পাথর।
এপ্রসঙ্গে এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি ও ইউরোলজি-র কনসুলেন্ট ইউরোলজিস্ট ডাঃ মহম্মদ তাইফ বেন্ডিগেরি বলেন, সাত থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত সাইজের পাথর সাধারণত অনেক রোগীর শরীর থেকেই পাওয়া যায়। কিন্তু, সাত সেন্টিমিটারের বেশি বড় পাথর শরীরে থাকা রোগীর পক্ষে খুবই বেদনাদায়ক বিষয়। আর যদি সেই রোগীর বয়স বেশি হয় ও তাঁর শরীরে ডায়াবেটিস, হাইপারটেনশন ও হার্টের সমস্যার মতো ক্রনিক রোগ থাকে তাহলে সমস্যা আরও জটিল হয়ে যায়। তবে যাই হোক, ডাঃ মল্লিকার্জ্জুন সি-র নেতৃত্বাধীন চিকিৎসদের দল খুব ভালো ভাবে ওই ব্যক্তির কিডনি থেকে ৩০০টি পাথর বের করতে সফল হয়েছেন। অ্যাডভান্সড লেসার টেকনোলজির সাহায্যে অপারেশনটি করা হয়েছে।
#Hyderabad: Doctors at Asian Institute of Nephrology & Urology (AINU), have successfully removed 300 stones from the kidney of a 75-year-old farmer.
Read: https://t.co/dEEUlIexiQ pic.twitter.com/1lz3zMpDFq
— IANS (@ians_india) March 3, 2023