ট্রায়াল বাদেই এশিয়ান গেমসে(Asian Games) পাঠানোর জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগতকে। এবার সেই সমালোচনার জবাব সোমবার দিলেন তাঁরা। ফেসবুকে যৌথভাবে লাইভে এসে তাঁরা একে একে তাঁদের বিরুদ্ধে ওঠা সব প্রশ্নের জবাব দিলেন তাঁরা। কুস্তিগীর অন্তিম পঙ্ঘন বিনা ট্রায়ালে তাদেরকে পাঠানো বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।

অন্তিমের প্রশ্নের জবাব দিতে গিয়ে ভিনেশ জানান, "আমরা ট্রায়ালের বিরুদ্ধে নয়। আমি অন্তিমকে দোষ দিচ্ছি না, সে এটা বোঝার জন্য খুব ছোট, সে তাঁর জায়গায় ঠিক, সে তাঁর অধিকারের জন্য লড়ছে এবং আমরা আমাদের অধিকারের জন্য লড়ছি।কিন্তু আমরা ভুল নয়।"

কুস্তিগীর অন্তিম পঙ্গল বুধবার এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ।  শনিবার দিল্লি হাইকোর্টে এই বিষয়টি নিয়ে পিটিশন দাখিল করেন অন্তিম পঙ্গল এবং সুরজিত কলকল।তাঁদের সেই পিটিশন খারিজ করে দেয় দিল্লির আদালত।

এই বিষয়ে ভিনেশ জানান, "আমরা কুস্তিতে ২০ বছর দিয়েছি, আমরা অনেক কষ্ট করেছি, যদি সে মনে করে ভুল কিছু ঘটেছে তাহলে সে কোর্টের দারস্থ হোক। কিন্তু আমি খুশি যে বাচ্চারা এখন বলতে শিখেছে।তারা এখন সাহস যোগাচ্ছে, যা কুস্তির জন্য খুব ভাল বলে জানান তিনি।"