বিগত কয়েক বছরে একের পর এক রেল দুর্ঘটনা দেশের বিভিন্ন প্রান্তেই হচ্ছে। তদন্ত করে দেখা যাচ্ছে রেললাইনে বোল্ডার, পাথর রাখার কারণেই বেশিরভাগ ট্রেন লাইনচ্যুত হচ্ছে। এই ঘটনাগুলি সামনে আসার পরেই প্রশ্ন উঠছে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? এবং এই কারণে যাত্রীদের জীবন বিপন্ন হয়ে উঠছে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেন, আমরা ঘটনাগুলির গভীরভাবে তদন্ত করছি। যাঁরা এই ধরণের ঘটনা করছে তাঁদের মধ্যে একটি বিরক্তিকর প্রবণতা দেখা যাচ্ছে। এই ধরণের ঘটনাগুলি একেবারেই কাম্য নয়। রেল পরিষেবা ভারতের লাইফলাইন এবং রেল ও প্রতিরক্ষা নিয়ে কখনই রাজনীতি করা উচিত নয়। এই বিভাগগুলি রাজনীতির উর্ধ্বে। রেল পরিষেবাকে সচল রাখা সকলেরই দায়িত্ব ও কর্তব্য।
প্রসঙ্গত, বিগত কয়েকমাসে একের পর এক রেল দুর্ঘটনার ঘটনা ঘটছে। কখনও করমণ্ডল এক্সপ্রেস, কখনও আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দিনদুয়েক আগে ধানবাদগানী গঙ্গ-শতদ্রু এক্সপ্রেসের মতো ঘটনা হামেশাই ঘটছে। প্রাথমিকভাবে রেলকর্মী বা সিগনাল সংক্রান্ত ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটছে এমনটা মনে হলেও পরবর্তীকালে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই রেললাইনে কিছু পাথর বা বোল্ডার ফেলে রাখার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এই নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র সমালোচনার মুখেও পড়তে হচ্ছে।
#WATCH | On risks posed by foreign objects placed on tracks, Railways Minister Ashwini Vaishnaw says, "This is a sensitive issue. We are doing a detailed inquiry into each incident. In some incidents, a disturbing trend has been seen...Our focus is on running Railways… pic.twitter.com/OW4wlY20dv
— ANI (@ANI) August 28, 2024