গো মাংস রাখার দায়ে তিন মুসলিমকে গাছে বেঁধে বেধড়ক মার গোরক্ষকদের, মোদিকে আক্রমণ ওয়াইসির
মধ্য প্রদেশে গোরক্ষকদের তাণ্ডব।(Photo Credits: Twitter/@delayedjab)

২৫মে, ২০১৯:‌ ভোট পর্ব অতিক্রান্ত। একাই ৩০০ অতিক্রম করে আরও বেশি শক্তিশালী গেরুয়া শিবির। সেই উচ্ছাসে আবার জেগে উঠলেন গোরক্ষকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গোরক্ষকদের তাণ্ডবের সেই ভিডিও৷ তাতে দেখা গিয়েছে গো মাংস রাখার অভিযোগে এক মহিলা–সহ তিন মুসলিমকে গাছে বেঁধে বেধড়ক মারধর করছে একদল যুবক৷ আর হুঙ্কার দিচ্ছে ‘জয় শ্রীরাম’ বলে৷ ওই তিন মুসলিমকেও জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে তারা।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) সেওনি এলাকার একটি গ্রামে৷ অভিযোগ তিনজনের কাছে গোমাংস রয়েছে, তা কোনওভাবে জানতে পারেন গোরক্ষকরা৷ সংখ্যালঘু তিন ব্যক্তির উপর চড়াও হয় তারা৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার নিন্দা করেছেন এআইএমআইএম নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিও(Aaaduddin Owaisi)৷ মোদিকে টার্গেট করে ওয়াইসি বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়েছিলেন মোদি, সেটা ক্রমশ প্রকট হচ্ছে। নরেন্দ্র মোদি ( Narendra Modi) যে নতুন ভারতের কথা বলেছেন সেখানে মুলসিমদের নিরাপত্তা কী হতে চলেছে সেটা এই ভিডিও প্রমাণ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।