দিল্লি,৩০মে,২০১৯: ৮ 000 অতিথি সমাগমের মাঝে যখন দেশের প্রধানের পদে আবারও শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি ( Narendra Modi ), ঠিক তখনই কয়েক হাজার মাইল সূরে একাই টিভির পর্দায় চোখ রাখলেন তাঁর ৯৮ বছরের বৃদ্ধা মা হীরাবেন (Heeraben)। ছেলে কাছে এসে আশির্বাদ নিয়ে গিয়েছে বহুবার কিন্তু এই মহেন্দ্রক্ষণের সাক্ষী দূর থেকেই প্রত্যক্ষ করতে হয়েছে তাঁকে।
ছোট ছেলে পঙ্কজের ঘরে বসে টেলিভিশনের পর্দায় ছেলের এই সাফল্য দেখে চোখের জল বাঁধ মানছিল না। নিজের মনেই হাত তালি দিয়ে উঠলেন তিনি।অনেক ছোট বয়সে ঘর ছেড়েছিলেন নরেন্দ্র মোদি। তারপর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না বললেই চলে। এমনকী স্ত্রীকেও ত্যাগ করেছিলেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন বলে। সেই প্রতিজ্ঞাতে আজও অনড় নরেন্দ্র মোদি। তাই ভোটের আগে এবং ভোটের বপুল জয়ের পরেই ছুটে গিয়েছিলেন মায়ের আশির্বাদ নিতে। তবে মাকে শপথ গ্রহন অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলেননি। হীরাবেনও কখনও বলেলনি ছেলেকে। দু’জনের অব্যক্ত রয়ে গিয়েছে। তাই ছেলেকে টেলিভিশনের পর্দায় দেখেই আশির্বাদ করেছেন।