দেশের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেককে অতিরিক্ত ছাড়পত্র দিতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল কমিটি। আজই সেই দিন। বিশ্বে করোনা প্রতিষেধক হিসেবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড় পত্র দেবে WHO। কোভিড প্রতিষেধক হিসেবে কোভ্যাক্সিন আদৌ কার্যকরী কি না, তা জানার জন্য মূল্যায়নের ব্যবস্থা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রতিষেধক নিলে কোনওরকম রিস্ক ফ্যাক্টর আছে কি না সবটাই জানার চেষ্টা হয়েছে। গত ১ নভেম্বর অস্ট্রেলিয়া প্রথম কোভ্যাক্সিন নেওয়া ভারতীয়কে সেদেশে প্রবেশের অনুমতি দিয়েছে। এছাড়াও ফিলিপিন্স, নেপাল, শ্রীলঙ্কা, ওমান, গুয়ানা, জিম্বাবোয়ে, এস্টোনিয়া, গ্রিস, মেক্সিকো, ইরানও ইতিমধ্যে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে। আরও পড়ুন- Coronavirus Cases In India: ২৫২ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস, দেশে নতুন করোনা রোগী ১১ হাজার ৯০৩ জন
WHO- র বিজ্ঞপ্তি
We are aware that many people are waiting for WHO’s recommendation for Covaxin to be included in the #COVID19 Emergency Use Listing, but we cannot cut corners - before recommending a product for emergency use, we must evaluate it thoroughly to make sure it is safe and effective. pic.twitter.com/GDx8GAc1KU
— World Health Organization (WHO) (@WHO) October 18, 2021
এদিকে WHO এখনও পর্যন্ত ফাইজার-বায়োএনটেক, সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা, মোডের্না, জনসন অ্যান্ড জনসন-এর টিকাকে জরুরি প্রয়োজনে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। আজ কোভ্যাক্সিন ছাড়পত্র পেলে অনেক দেশের প্রশাসন হাঁফ ছেড়ে বাঁচবে।