অবশেষে জেলবন্দি থেকে মুক্ত হলেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীষ সিসোদিয়া (Manish Sisodia)। প্রায় ১৮ মাস পর শুক্রবার শর্তসাপেক্ষে জামিন পেলেন সিসোদিয়া। এদিন ছাড়া পেয়ে দলীয় কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। আপ নেতা বলেন, আপনাদের ভালোবাসা, ভগবানের আশির্বাদ ও সত্যের শক্তির জন্য আমি বেরিয়ে আসতে পেরেছি। এবং সবথেকে বড়কথা যেকোনও স্বৈরাচারি সরকার তাঁদের স্বৈরাচারি আইন প্রয়োগ করে মিথ্যা কারণে বিরোধীদের মুখ বন্ধ করার জন্য জেলে পাঠায়, তাঁদের ভারতীয় সংবিধান রক্ষা করবে। বাবাসাহেবের স্বপ্ন আজ সত্যি হল। আমি আপনাদের আশ্বস্ত করছি  এই সংবিধানে জোরেই একদিন অরবিন্দ কেজরিওয়ালও জেলের বন্দিদশা থেকে মুক্ত হবেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট থেকে সিসোদিয়ার জামিন মঞ্জুর করা হয়। সেই সঙ্গে বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই মামলা নিয়ে বলেন, বিনা বিচারে কোনও আসামীকেই এতদিন জেলবন্দি করে রাখা যায় না। দীর্ঘ ১৮ মাসে যখন বিচার শুরু করা যায়নি তখন আগামীদিনে আদৌ তা করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। জামিন পাওয়া অভিযুক্তের অধিকার। সেটা কেউই কেড়ে নিতে পারবে না। আর সেই কারণেই অভিযুক্তকে ছাড়তে বাধ্য আদালত।

তবে মণীষ সিসোদিয়াকে চারটি শর্তে এদিন ছাড়া হল। ১০ লক্ষ টাকার দুটি বন্ড দিতে হবে তাঁকে। সেই সঙ্গে স্থানীয় থানায় পাসপোর্ট জমা দিতে হবে, যাতে সে কোনওভাবেই দেশের বাইরে না যেতে পারেন। এছাড়া এই চারটি শর্তে জামিন দেওয়া হয় আপ নেতাকে।