Arvind Kejriwal (Photo Credit: Twitter)

নয়া দিল্লি, ২৭ মেঃ লোকসভা ভোটকে মাথায় রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) অন্তর্বর্তী জামিনে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মুখ্যমন্ত্রীর জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। ১ জুন সেই মেয়াদ শেষ হচ্ছে, অর্থাৎ ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পন করতে হবে। এরই মাঝে সোমবার মেয়াদ শেষের চারদিন আগে অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন পেশ করেছে আপ। আম আদমি পার্টির মন্ত্রী অতিশী (Atishi) জানান, ইডি হেফাজত কিংবা জেলে থাকাকালীন মুখ্যমন্ত্রীর ৭ কেজি ওজন কেমেছে। হঠাৎ করে এমনভাবে ওজন কমে যাওয়া ভালো লক্ষণ নয়। এর পিছনে ক্যানসার, কিডনির ক্ষতি সহ একাধিক রোগ কারণ হতে পারে। তাই জেলের বাইরে ভালো হাসপাতাল থেকে কেজরিওয়ালের পুরো শরীর পরীক্ষা করা দরকার বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

দিল্লির ম্যাক্স হাসপাতালে ইতিমধ্যেই ডায়াবেটিক মুখ্যমন্ত্রীর প্রাথমিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আপ আহ্বায়কের আইনজীবী আদালতে তাঁর জামিনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর আবেদন পেশ করে শীর্ষ আদালতে জানিয়েছেন, কেজরিওয়ালের সুস্থতার জন্যে এই পরীক্ষাগুলো করা অত্যন্ত প্রয়োজন।

কী বললেন আপ মন্ত্রী অতিশী, দেখুন... 

সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মুঞ্জুর হওয়ার সিদ্ধান্তে একেবারেই অখুশি বিজেপি শিবির। দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে শীর্ষ আদালত 'বিশেষ সুবিধা' দিয়েছে বলে বারবার অভিযোগ তুলেছে কেন্দ্র। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতিরা দৃঢ়ভাবে জানিয়েছেন, কেজরিওয়ালের ক্ষেত্রে কোন ব্যতিক্রম করা হয়নি। ভোটের কারণে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলেও, চিকিৎসার জন্যে জামিনের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে শীর্ষ আদালত কী রায় দেয় তা পরবর্তী শুনানিতেই জানা যাবে।