নয়াদিল্লি, ২৭ মার্চ: আবগারি দুর্নীতি মামলায় কোনও নেতামন্ত্রীর বাড়ি থেকেই টাকা উদ্ধার করতে পারেনি ইডি। এমনটাই দাবি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সহ বাকি আপ নেতৃত্বের। কিন্তু এই কাণ্ডের টাকা কোথায়? কেন ২৫০টির বেশি তল্লাশি অভিযান চালিয়েও কোনও টাকা উদ্ধার করতে পারেনি ইডি আধিকারিকরা। এই প্রশ্নের উত্তর আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৮ মার্চ আদালতে দেবেন আপ সুপ্রিমো। এমনটাই জানালেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal)।
বুধবার কেজরিওয়ালের পাঠানো চিঠি পড়ে জানান সুনীতা। তিনি বলেন, "অরবিন্দের ডায়েবেটিস এবং সুগার কোনওকিছুই নিয়ন্ত্রণে নেই। তারপরেও তিনি দিল্লিবাসীদের নিয়ে চিন্তায় আছেন। এটাই কি কেন্দ্র সরকারের মাথাব্যাথার কারণ? জেলে থেকে রাজ্যবাসীর হয়ে কাজ করার জন্যও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজেপি। ওঁরা কি দিল্লিকে শেষ করতে চায়"।
VIDEO | "I met Arvind Kejriwal in jail yesterday, he has diabetes and sugar level is not under control. However, his determination is strong. Two days ago, he directed Delhi Minister Atishi to resolve the water and sewer-related issues. What wrong did he do? The Centre has filed… pic.twitter.com/AwAwY4ZjlY
— Press Trust of India (@PTI_News) March 27, 2024
মুখ্যমন্ত্রীর চিঠিতে জানান, "আবগারি দুর্নীতি মামলা নিয়ে এখনও পর্যন্ত ২৫০টিরও বেশি তল্লাশি অভিযান চলেছে। মণীষ সিসোদিয়া, সঞ্জয় সিং, সত্যেন জৈনের মতো নেতার বাড়িতে তল্লাশি করে এক টাকাও উদ্ধার করতে পারেনি। আমার বাড়িতে তল্লাশি করে মাত্র ৭৩ হাজার নগদ টাকা উদ্ধার করেছে। কিন্তু এই কাণ্ডের টাকা কোথায়? এর উত্তর আগামী ২৮ মার্চ আদালতে জানানো হবে"।