Arvind Kejriwal In Delhi Assembly (Photo Credit: ANI/X)

নতুন দিল্লি, ১০ ডিসেম্বর: ভোটের মুখে দিল্লির অটো চালকদের বড় উপহারের ঘোষণা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। নতুন বছরের গোড়াতেই দিল্লিতে হতে চলেছে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Elections 2025)। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হতে চলা বিধানসভা ভোটের জন্য এখনই ৩১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলেছে। বিজেপি, কংগ্রেস এখনও যেখানে দিল্লি ভোট নিয়ে নিজেদের পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। শুধু প্রার্থী ঘোষণা করাই নয়, বাকিদের পিছনে ফেলে কেজরিওয়াল দিল্লির প্রতিটি অঞ্চলে প্রচারের লক্ষ্যে এখন থেকেই কোমর বেঁধে নেমেছেন। আজ, মঙ্গলবার আচমকাই কেজরিওয়াল কোন্দালির এক অটো চালকের বাড়িতে গিয়ে লাঞ্চ করলেন। স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে নিয়ে অটো চালকের পাশে চেয়ারে বসে লাঞ্চ সেরে আপ প্রধান কেজরি দিল্লির সব অটো চালকদের জন্য পাঁচটি বড় ঘোষণা বা গ্যারান্টির ঘোষণা করলেন।

ভোটের মুখে কেজরিওয়াল ঘোষণা, আপ ক্ষমতায় ফিরলে, রাজ্যের সব অটো চালকদের ১০ লক্ষ টাকার জীবন বীমা, তাদের মেয়েদের বিয়ের জন্য ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা করা হবে। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণা, দিল্লির অটো চালকদের পোশাক কেনার খরচ হিসেবে আড়াই হাজার টাকার ভাতাও দেবে দিল্লি সরকার। সেখানেই শেষ নয়, কল্পতরু হয়ে আপ প্রধানের ঘোষণা, তার দল ক্ষমতায় ফিরলে অটো চালকদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্যও করবে দিল্লি সরকার। দিল্লির অটো চালকদের যাত্রী পেতে সুবিধার জন্য 'পুছ অ্যাপ'ফের নয়া মোড়কে লঞ্চ করার আশ্বাসও দিয়েছেন কেজরি।

অটো চালকের বাড়িতে লাঞ্চ সারলেন কেজরিওয়াল

দিল্লির অটো চালকদের জন্য কেজরিওয়ালের এই ঘোষণা নিশ্চিতভাবেই আপ-কে ফের দিল্লিতে ক্ষমতায় ফিরতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। যেহেতু আবগারি দুর্নীতি কাণ্ডে তিনি জেল খাটার পর তাঁর স্বচ্ছ ভাবমূর্তিতে বড় ধাক্কা খেয়েছে বলে বিরোধীদের দাবি। কেজরিওয়ালের রাজনৈতিক কেরিয়ারে দিল্লির বিধানসভা ভোট যে সবচেয়ে বড় পরীক্ষা তা নিয়ে সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী- দুজনেই আবগারি দুর্নীতি মামলায় জেল খেটেছে, পদত্যাগ করেছেন। তবে এবার ফের জিতে গেলে কেজরিওয়াল বিজেপিকে বড় জবাব দিতে পারবেন। তাই ২০২৫ দিল্লি বিধানসভা নির্বাচনে নিজের সর্বস্ব উজাড় করে প্রচার করার লক্ষ্য নিয়েছেন কেজরি। আপের ঘোষিত ৩১ জনের তালিকা থেকে ১৩ জন বিধায়ক বাদ পড়ার ঘটনাও পরিষ্কার, কেজরিওয়াল এবার ভোটে জিততে ঠিক কতটা মরিয়া।

২০২০ দিল্লি বিধানসভা ভোটে ৭০টি আসনের মধ্যে ৬২টি জিতে ক্ষমতায় ফিরেছিল আপ। দেশের রাজধানী শহরের টানা দুটো বিধানসভা ভোটে বিজেপি একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবার কী হয় সেটাই দেখার।