দিল্লি, ২৬ জুন: স্বস্তি নেই কেজকিওয়ালের (Arvind Kejriwal)। আবগারী দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন যখন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট, সেই সময় সিবিআইয়ের তরফে দিল্লির মুখ্যমন্ত্রীকে বুধবার গ্রেফতার করা হয় নতুন করে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির হয় সিবিআই। এরপর আদাত চত্ত্বরেই সিবিআইয়ের তরফে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই অনুমতি আদালতের তরফে দেওয়া হয়। আদালতের অনুমতি পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিই কোর্ট চত্ত্বরেই জিজ্ঞাসাবাদ করা হয়।
বুধবার সকালে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে আসা হয়। আবগারী দুর্নীতি মামলার শুনানির জন্যই দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ কোর্টে আনা হয়। যেখানে কেজরিওয়ালের সঙ্গে তাঁর স্ত্রী সুনীতাও ছিলেন। বুধ সকালে কেজরিওয়ালকে রাউস অ্যাভিনিউ কোর্টে আনার পর সেখানে হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।