নয়াদিল্লিঃ জামিনের আর্জি জানিয়ে এবং দিল্লি হাই কোর্টের (Delhi High Court)সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কিন্তু তাতেও স্বস্তি মিলল না। কেজরিওয়ালের আবেদনের শুনানি পিছিয়ে দিল শীর্ষ আদালত। আগামী বুধবার পর্যন্ত তাঁর আর্জি স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, এখনই এই মামলার বিচার করা সঠিক হবে না। তাই আপাতত তিহাড় জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। গত ২০ জুন কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির একটি নিম্ন আদালত৷ সেই নির্দেশকে একপেশে বলে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে ইডি৷ সেই আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের নির্দেশের উপরে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট৷ ফলে আটকে যায় কেজরিওয়ালের মুক্তি।
CM Arvind Kejriwal finds no relief from the Supreme Court; hearing scheduled again on 26th June pic.twitter.com/LmiPTwWJNX
— IANS (@ians_india) June 24, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)