Assam Floods: অসমে বন্যায় ৩০ জেলার প্রায় ৪৬ লক্ষ মানুষ ঘরছাড়া, প্রাণ হারিয়েছে ৫৯ জন
Assam Floods (Photo Credits: IANS)

গুয়াহাটি, ১৫ জুলাই: প্রবল বৃষ্টিতে বানভাসী অসম, প্রাণ কেড়েছে ৫৯ জনের। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, বন্যার জেরে অসমের ৩০টি জেলা ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ। ১৪ জুলাই পর্যন্ত ৩০ জেলার কমবেশি ৪৫,৪০,৮৯০ জন বন্যা কবলিত। ১ লক্ষ ৩ হাজার হেক্টরের বেশি চাষের জমি বন্যার জেরে নষ্ট হয়ে গিয়েছে৷ অসমে প্রায় ১৩ লক্ষ মানুষ বন্যার কবলে৷ ভেসে গেছে ৩,৩৭১ গ্রাম।

১ লক্ষ হেক্টরেরও বেশি কৃষিজমি জসের তলায়, ব্রহ্মপুত্র-সহ ৮টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ১২ জেলায় লাল সতর্কতা জারি, ১৪ লাখ পোলট্রি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বন্যার জেরে। ASDMA জানিয়েছে, বিশ্বনাথ, তিনসুকিয়া, লক্ষ্মীপুর, বনগাইগাঁও, কামরূপ, গোলাঘাট, শিবসাগর, মোরিগাঁও, ধুবরি, নাগাও, নলবারি, বারপেতা, ধীমাজি, উদলগুরি, গোয়ালপাড়া এবং ডিব্রুগড় থেকে মৃত্যুর খবর মিলছে। অসম প্রশাসনের তরফে ৫১৭টি রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে ২৪টি জেলায়, যেখানে আশ্রয় নিয়েছে প্রায় ৪৪ হাজার মানুষ। এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।