IndiGo Flight (Photo Credits: Wikimedia Commons)

চেন্নাই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো (IndiGo) বিমানে আচমকাই অসুস্থ হয়েছে পড়লেন ৭৫ বছরের এক যাত্রী। মাঝ আকাশে হাত-পা ঠাণ্ডা হয়ে যায় তাঁর, শরীর ঘামে ভিজে যায়। বিমান সেবিকা, কর্মীরা হাজার চেষ্টা করেও ঠিক করতে পারছিলেন না তাঁকে। শেষমেষ তাঁরা বাকি যাত্রীদের কাছে সাহায্য চান। ঘটনাচক্রে ওই বিমানে করেই ছুটি কাটিয়ে কাজে ফিরছিলেন ভারতীয় সেনায় কর্মরত এক আর্মি চিকিৎসক। ঘোষণা শুনেই সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মাঝ আকাশে সীমিত পরিকাঠামো থাকা সত্ত্বেও অসুস্থ যাত্রীর চিকিৎসা করে যান তিনি। এরপর গুয়াহাটিতে নেমেও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চালিয়ে যান তিনি। অবশেষে সেই চিকিৎসাতে সুস্থ হয়ে শনিবার ছাড়া পান ওই বয়স্ক যাত্রী।

হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছিলেন বৃদ্ধ

জানা যাচ্ছে, গত ১৪ জুলাই ইন্ডিগোর ৬ই-৬০১১ বিমানে করে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই যাত্রী। আর ওই বিমানেই ছিলেন ডাক্তার মেজর মুকুন্দন। চেন্নাই থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই সন্ধ্যে ৬টা ২০ নাগাদ অসুস্থবোধ করেন ওই বয়স্ক ব্যক্তি। প্রাথমিকভাবে তাঁকে অক্সিজেন দিয়ে সুস্থ করার চেষ্টা করেন বিমান ক্রুরা। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় চিকিৎসা সহায়তার ঘোষণা করা হয়। আর তাতেই সারা দেন মুকুন্দন। তিনি বুঝতে পারেন হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছেন ওই যাত্রী।

আপাতত সুস্থ হয়েছেন রোগী

তাই তাঁকে চিনি ও ওআরএস খাওয়ান চিকিৎসক। সেই সঙ্গে অক্সিজেন স্যাচুরেশনও পর্যবেক্ষণ করতে থাকেন সে। এরমধ্যেই গুয়াহাটি বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর মেডিকেল টিমকে ডাকা হয়। তাঁরাই বৃদ্ধকে উদ্ধার করে বিমানবন্দরের চিকিৎসা কেন্দ্রে তাঁকে নিয়ে যান। সেখানেই মুকুন্দন তাঁর চিকিৎসা চালিয়ে যান। অবশেষে শনিবার তাঁর অবস্থা স্থিতিশীল হয়।