মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন ভারতীয় কবাডি দলের প্রাক্তন অধিনায়ক দীপক হুডা (Deepak Hooda)। এই শ্রাবণে কানওয়ার যাত্রা করবেন বলে তীর্থে বেরিয়েছিলেন তিনি। বুধবার উত্তরাখণ্ডের হরিদ্বারে হর কি পৌড়ি ঘাটে তাঁর সঙ্গে ঘটে বিপত্তি। এমনিতেই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরাথণ্ডের বিভিন্ন এলাকা। আর সেই কারণেই হরিদ্বারে আটকে পড়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন কবাডি খেলোয়াড়। এদিন সেই হরিদ্বারেই জলস্তর বেড়ে যাওয়ায় ঘটে দুর্ঘটনা। গঙ্গার স্রোতে ভেসে যাচ্ছিলেন তিনি। তবে ভারতীয় সেনা জওয়ানদের তৎপরতায় এই যাত্রা থেকে রক্ষা পেলেন তিনি।

উদ্ধার করেন ভারতীয় সেনা

জানা যাচ্ছে, হর কি পৌড়ি ঘাটে জলের স্রোতে ভেসে যাচ্ছিলেন দীপক। ঘটনাচক্রে সেই সময় উদ্ধারকাজের জন্য এলাকাতেই মোতায়েন ছিল ৪০ তম ব্যাটেলিয়ানের পিএসি দলের জওয়ানরা। তাঁরা  ঘটনা দেখে তড়িঘড়ি বোট নামায় জলে। দীপকের কাছে গিয়ে তাঁরা তাঁকে উদ্ধার করে। তারপর তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁকে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সেই সঙ্গে তাঁকে সুরক্ষিতভাবে উদ্ধার করার জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদও জানিয়েছেন দীপক।

দেখুন ভিডিয়ো

সাংসারিক অশান্তির মধ্যে রয়েছেন দীপক

প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে রয়েছেন দীপক। তাঁর স্ত্রী তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সার সুইটি বোরা শারীরিক হেনস্থা, মারধরের অভিযোগ তুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল পণের দাবিতে বিয়ের পর নির্যাতন চালাচ্ছিলেন দীপক। পাল্টা সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য সুইটি ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দীপক। সবমিলিয়ে সাংসারিক অশান্তি বিগত কয়েকমাস ধরেই বিধ্বস্ত রয়েছেন দীপক।