নয়াদিল্লি: সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের হোস্টেল ও পিজিগুলি থেকে রাতে বাইরে বেরোনোর বিষয়ে কিছু নিষেধাজ্ঞা (Night curfew) চাপিয়েছে। ছাত্রীদের নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। যদিও তা মানতে রাজি নয় ছাত্রীরা।
তাই এর প্রতিবাদে ভারতীয় ছাত্র ফেডারেশনের (Students Federation of India) উদ্যোগে পয়লা এপ্রিল মধ্যরাতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ছাত্রীদের নিয়ে একটি মিছিল সংগঠিত করা হয়। ছাত্রীদের সেই মিছিলের (Women's March) ভিডিয়ো দেখা যাচ্ছে শতাধিক ছাত্রী তাদের হোস্টেল (hostels) ও পিজিগুলি (PG accommodations) থেকে বেরিয়ে রাস্তায় নেমে মিছিল করছেন। আর তাদের পাশে নিরাপত্তার জন্য যাচ্ছে পুলিশ।
এপ্রসঙ্গে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ও এসএফআই সদস্যা মেহিনা জানান, এই মিছিল সংগঠিত করা হয়েছিল রাতে রাস্তায় বেরোনোর অধিকার ও ফিরিয়ে দেওয়ার ও মহিলাদের সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার। এপ্রিলের এক তারিখের মধ্যরাতে আয়োজিত প্রতিবাদ মিছিলে ১৩০ জনের বেশি ছাত্রী নিজেদের হোস্টেল ও পিজি ছেড়ে বেরিয়ে অংশ নিয়েছিল। আরও পড়ুন: Bihar: রাম নবমীতে অশান্তির জেরে মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট বন্ধ নালন্দায়
Over 130 women students of #DelhiUniversity defied the curfew timings of their hostels and PG accommodations to join the Women's March organised by the Students Federation of India (SFI) on April 1 midnight at the Faculty of Arts, a student and SFI activist Mehina said on Sunday.… pic.twitter.com/FfQprpKtgD
— IANS (@ians_india) April 2, 2023