Apache Choppers (Photo Credit: Screengrab)

দিল্লি, ২ জুলাই: শিগগিরই ভারতের হাতে আসতে চলেছে মারণ অস্ত্র। নাম অ্যাপাচে চপার (Apache Choppers)। পাকিস্তানের (Pakistan) উপর নজর রাখবে এই অ্যাপাচে। ভারতের (India) পশ্চিম দিকে যে সীমান্ত রয়েছে অর্থাৎ পড়শির নামে নামে কলঙ্কিত প্রদেশ, তার উপর নজর রাখতেই সেনা বাহিনীর হাতে আসছে প্রথম ব্য়াচের অ্যাপাচে চপার। সূত্রের তরফে মিলছে এমন খবর।

রিপোর্টে প্রকাশ, ১৫ মাস আগেই ভারতের হাতে অ্যাপাচে চপার আসার কথা ছিল। তবে তা আসেনি। এবার যখন অ্যাপাচে চপারের প্রথম ব্যাচ আসছে, তা মোতায়েন করা হবে পাকিস্তানি সীমান্তের দিকে যে সেনা রয়েছে, সেখানে। পাকিস্তানের উপর সর্বক্ষণ নজরদারি আরও কড়াভাবে করতেই অ্যাপাচে চপার আসছে প্রতিরক্ষা মন্ত্রকের হাতে।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে এই অ্যাপাচে চপার। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই চাপার অনেক আগে ভারতের হাতে তুলে দেওয়ার কথা ছিল। তবে  একের পর এক তারিখ মিস করার পর এবার আসতে চলছে শত্রুর যম এই অ্যাপাচে।

২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয় ভারতের। অ্যাপাচে চপারের জন্য ৬০০ মিলিয়নের চুক্তি করে ভারত। সেই চুক্তি অনুযায়ী এবার প্রথম ব্যাচের ৬টি অ্যাপাচে চপার প্রতিরক্ষা মন্ত্রকের হাতে আসছে বলে খবর। বেশ কিছু তথ্য প্রযুক্তিগত সমস্যা দেখা যায় অ্যাপাচে চপারের ক্ষেত্রে। সেই কারণেই দেরি হয়।

জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে প্রথম ব্যাচের প্রথম ৩টি চপার আসছে। বাকি ৩টি আসবে চলতি মাসের একেবারে শেষে। ফলে শত্রুকে ধরাশায়ী করার ক্ষমতা যে ভারতের আরও দ্বিগুন হবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।