নয়াদিল্লিঃ বেতন(Salary) ছাড়াও আমলার পকেটে ঢুকছে মোটা অঙ্কের টাকা, তা আগেই খবর ছিল। এ বার সরকারি আধিকারিকের(Goverment Official) বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার লাখ নয়, কোটি-কোটি টাকা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের(Rajasthan) উদয়পুরে(Udaipur। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার ক্রেতা সুরক্ষা অফিসার(Divisional Consumer Protection Officer) জয়মাল সিংয়ের বাড়িতে হানা দেয় অ্যান্টি কোরাপশন ব্যুরো(Anti Corruption Bureau)। আমলার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় টাকার পাহাড়। উদয়পুর এবং ভিলওয়াড়ারের মোট চারটি জায়গায় এ দিন একসঙ্গে অভিযান চালায় অ্যান্টি কোরাপশন ব্যুরো। বাজেয়াপ্ত করা হয় টাকা, গয়না, বিলাসবহুল গাড়ি সহ একের পর এক সম্পত্তি। সোনা-রুপো মিলিয়ে প্রায় মোট ১৫ কেজি গয়না উদ্ধার হয়। পাশাপাশি আমলার বাড়ি থেকে উদ্ধার হয় কমপক্ষে ১০০ টি দামি মদের বোতল। সেই সঙ্গে জয়মাল সিং এবং তার স্ত্রীয়ের নামে একাধিক সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। শুধু তাই নয় আমলার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন পশুর সিং। ইতিমধ্যেই এই আধিকারিকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা রুজু করা হয়েছে।
আমলার বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ১০০ মদের বোতল সহ ১৫ কেজি গয়না
Anti-corruption body raids Rajasthan bureaucrat, uncovers assets worth croreshttps://t.co/5S5GzpS6wA
— MSN India (@msnindia) October 26, 2024