অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত ২। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি জেলার পাদেরু ঘাট রোডে।ঘটনায় গুরুতর আহত ৪ জনকে পাদেরু জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে পাদেরু ঘাটের কাছে ১০০ ফুট নীচে পড়ে যায় বাসটি। বাসের মধ্যে থাকা ২৮ম জন যাত্রীর বেশিরভাগ গুরুতর আহত হন। ঘটনাস্থলে মারা যান ২ জন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র থেকে জানা গেছে বাসটি খাদে পড়ার আগে প্রায় ৭ বার পাল্টি খেয়েছিল।ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয়রা উদ্ধারকার্যে নেমে পড়েন। অন্যএকটি সরকারী বাসে করে আহতদের পাদেরু হাসপাতালে নিয়ে আসা হয়।
যাত্রীরা জানাচ্ছে বর্যার কারণে রাস্তার মধ্যে গাছের ডাল পড়ে থাকা এবং ঘাটের কাছে কোন রেলিং না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুঃখপ্রকাশ করেছেন। জেলাশাসক এবং পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রোগীরা যাতে সঠিক চিকিৎসা পায় তা দেখার জন্য।
দুর্ঘটনায় মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Two killed, several injured as bus plunges into 100-feet valley in Andhra's Alluri district
Read @ANI Story | https://t.co/Nx0ZzxplAA#bus #Accident #valley #AndhraPradesh #Alluri pic.twitter.com/vUZ90dwmpI
— ANI Digital (@ani_digital) August 20, 2023