অন্ধ্রপ্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ (Photo: ANI)

কুরনুল, ১৪ ফেব্রুয়ারি: বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছে ৪ জন। রবিবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুরনুল জেলার (Kurnool) ভেলদুর্তি মণ্ডলের মাদারপুর গ্রামের কাছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যাচ্ছে, নিহতদের মধ্যে আটজন মহিলা ও একটি শিশু রয়েছে। নিহত ও আহতরা চিত্তুর জেলার ম্যাদনেপল্লির বাসিন্দা। তাঁরা বাসে করে আজমির দরগা যাচ্ছিলেন।

ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।