Andhra Pradesh Shocker: মুখে বোমা ভরে ফেললেন মদ্যপ, গালের ভিতরে বিস্ফোরণে মৃত ব্যক্তি
Representational Image (Photo Credits: PTI)

অমরাবতী, ২৫ অক্টোবর:  ভয়াবহ ঘটনা অন্ধ্রপ্রদেশে। দক্ষিণের এই রাজ্যে এক ব্যক্তি দেশি বোমা নিজের গালে ভরে ফেলেন। বোমা মুখের ভিতরে ফেটে গেলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় এই অস্বাভাবিক ঘটনা ঘটায়, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। ওই ব্যক্তির মুখে বোমা বিস্ফোরণ হলে, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির মৃত্যুর পর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে।

এম চিরঞ্জীবি নামে ওই ব্য়ক্তি গদমভারিপল্লী এলাকার বাসিন্দা। চিরঞ্জীবি সম্প্রতি আর্থিক সঙ্কটে ভুগছিলেন। তাঁর স্ত্রীও বাড়ি ছেড়ে চলে যান। চিরঞ্জীবির স্ত্রী বাড়ি ছাড়লে, সংশ্লিষ্ট ব্যক্তি মদ্যপ হয়ে ঘুরে বেড়াতে শুরু করেন। মদের নেশাতেই চিরঞ্জীবি ওই কাজ করেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।