নয়াদিল্লিঃ বিগত কিছুদিন ধরে অন্ধ্রপ্রদেশ(Andhra Pradesh) এবং তেলেঙ্গানার (Telangana)বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টিপাত(Heavy Rain)। বৃষ্টি বিধ্বস্ত অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। জলের তলায় বহু এলাকা। নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু থেকেই তৎপর প্রশাসন। আজ, সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু(CM Chandrababu Naidu)। সোম সকালে বোটে চেপে বিজয়ওয়াড়ার জলমগ্ন অঞ্চল ঘুরে দেখেন। বেলা গড়াতে রাজ্যের অন্যান্য দিকে বুলডোজারে চেপে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে এদিন ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্তারা। গোতা এলাকা ঘুরে দেখে কী-কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা পর্যালোচনা করেন তাঁরা। প্রসঙ্গত, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে রবিবার দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের জলমগ্ন এলাকায় নেমে পড়েছে কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। নিচু এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করে নিরাপদে আশ্রয় দেওয়ার কাজ করছে তারা।
বুলডোজারে চেপে এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
#WATCH | Andhra Pradesh CM N Chandrababu Naidu takes stock of the flood-affected areas in Vijayawada and the rescue and relief operations that are going on
(Video source - I&PR AP) pic.twitter.com/lbWol5vO21
— ANI (@ANI) September 2, 2024