গুন্টুর, ২২ জুনঃ সাংঘাতিক কাণ্ড! জগন মোহন রেড্ডির (Jagan Mohan Reddy) কনভয়ের একটি গাড়ির চাকায় পিষে মৃত্যু হল এক বৃদ্ধের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শোভাযাত্রায় এসে তাঁরই গাড়ির চাকায় মাথা থেঁতলে গেল। ঘটনাস্থলেরই মারা যান তিনি। মর্মান্তিক দুর্ঘটনার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
দিন দুই আগেই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি গুন্টুর জেলার সাত্তেনাপল্লি মণ্ডলের রেন্টাপল্লি গ্রামে এসেছিলেন। প্রায় এক বছর আগে তাঁর দলেরই এক কর্মী আত্মহত্যা করে মারা যান। নিহতের পরিবারের সঙ্গে এদিন দেখা করতে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জগন মোহনের দর্শন নেওয়ার জন্যে জড়ো হয় বিপুল ভিড়। রেন্টাপল্লি গ্রামের রাস্তায় সারি সারি লোকের ভিড়। পুষ্পবৃষ্টি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী কনভয়ের উপর। বাঁধ ভেঙে ভিড় রেড্ডির কনভয়ের খুব কাছে চলে আসে। ঠেলাঠেলির মধ্যে এক বৃদ্ধ মাটিতে পড়ে যান। উঠে দাঁড়ানোর সময় টুকু পাননি তিনি। না বুঝেই তাঁর উপর দিয়েই কনভয়ের গাড়ি চালিয়ে দেন রেড্ডির চালক। গাড়ির চাকায় পিষে যায় বৃদ্ধের মাথা।
জগন মোহনের কনভয়ের গাড়ির চাকায় পিষে মৃত্যু বৃদ্ধেরঃ
So @ysjagan car just crushed a person on the road!
Why is he not arrested yet?@AndhraPradeshCM @APPOLICE100 @APDeputyCMO @ncbn pic.twitter.com/ASz1iSv4Px
— Squint Neon (@TheSquind) June 22, 2025
নিহত বৃদ্ধের নাম চিলি সিঙ্গাইয়া (Cheeli Singaiah)। বয়স ৫৫। বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়তেই জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তের দাবি তুলেছেন রাজ্যবাসী।