
নয়াদিল্লিঃ কর্মীদের উপর বাড়ল আরও চাপ। এবার দৈনিক সর্বাধিক কাজের সময় ৯ ঘণ্টা থেকে বাড়িয়ে ১০ ঘণ্টা কর অন্ধপ্রদেশ সরকার। নাইডু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে কর্মীদের মধ্যে। নানা জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। বিগত কিছু বছর ধরেই অন্ধপ্রদেশে বাণিজ্য এবং বিনিয়োগ বেড়েছে। এই বিষয়ে এন নাইডু সরকারের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র। বর্তমানে অন্ধ্রপ্রদেশকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশকে দেশের অন্যতম আইটি হাব বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আর এই আবহেই আচমকা কর্মীদের কাজের সময় বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার। এক্ষেত্রে অবশ্য সরকারের সাফ বক্তব্য, কাজ বেশি হলে শিল্প আসবে। রাজ্যে বিনিয়োগ বাড়বে। আর বিনিয়োগ বাড়লেই কর্মসংস্থান তৈরি হবে।
কর্মচারীদের উপর চাপ বাড়ল অন্ধপ্রদেশ সরকার
জানা গিয়েছে, সম্প্রতি চন্দ্রবাবু নাইডুর সরকার ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যর তথ্য মন্ত্রী কে পার্থসারথী বলেন,"৫৪ নং ধারায় সর্বাধিক ৯ ঘণ্টা ডিউটির কথা বলা হয়েছিল, তা পরিবর্তন করে ১০ ঘণ্টা করা হয়েছে। " শেষে তাঁর সংযোজন, "৫ নং ধারা অনুযায়ী, একটানা ৫ ঘণ্টা কাজ করার পর ১ ঘণ্টা বিশ্রাম করার সুযোগ পেতেন কর্মচারীরা।সেই সময়ও বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ টানা ৬ ঘণ্টা কাজ করার পর ১ ঘণ্টা বিশ্রাম নিতে পারবেন সমস্ত কর্মীরা।" শুধু দৈনিক কাজের সময়সীমাই নয়, ওভারটাইমের সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর। আর এই সিদ্ধান্তের পরই প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বিভিন্ন শ্রমিক ইউনিয়ানগুলির। এভাবে কর্মীদের শোষণ করা হচ্ছে বলে অভিযোগ এই সংগঠনগুলির। নাইডুর এই সিদ্ধান্তে চটেছে নেটপাড়াও। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেও নিন্দের ঝড় উঠেছে।
৯ ঘণ্টার দিন শেষ, কাজ করতে হবে ১০ ঘণ্টা, সরকারের সিদ্ধান্তে মাথায় হাত কর্মীদের
🚨 Andhra Pradesh government has increased the maximum working hours from 9 to 10 hours per day. pic.twitter.com/qhASdvIs43
— Indian Tech & Infra (@IndianTechGuide) June 8, 2025