নয়াদিল্লিঃ হড়পা বানে (Flash Floods) লণ্ডভণ্ড উত্তরকাশীর (Uttarkashi)। কয়েক মিনিটের তাণ্ডবে প্রায় নিশ্চিহ্ন ধরালী গ্রামে। হড়পা বানের জেরে ধ্বংসস্তূপের তলায় বিখ্যাত কল্প কেদার মন্দির। জনশ্রুতি, নির্বাসন কালে পাণ্ডবদের দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দির। ১৯৪৫ সালে খনন কাজ চালিয়ে আবিষ্কার করা হয় মন্দিরটি। হিমাচল প্রদেশ বেড়াতে গেলে এই মন্দির দর্শনে যেতেন অনেকেই। ভয়ঙ্কর স্রোত গ্রাস করল প্রাচীন সেই মন্দিরকে।
প্রচলিত আছে জনশ্রুতি, নির্বাসন কালে এই মন্দির তৈরি করেছিলেন পাণ্ডবেরা। এই মন্দিরের গর্ভগৃহে একটি শিবলিঙ্গ রয়েছে যার সঙ্গে কেদারনাথের শিবলিঙ্গের সাদৃশ্য রয়েছে। শুধু তাই নয়, এই মন্দিরের স্থাপত্যশৈলীর সঙ্গেও কেদারনাথের মিল থাকায় স্থানীয়রা এই মন্দিরকে পঞ্চ কেদারের অংশ বলে মনে করেন। এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করেন আদি শংকরাচার্য। কিন্তু প্রকৃতির রোষানলে মাটিতে মিশিয়ে গেল ঐতিহাসিক সেই মন্দির।
হড়পা বানের জেরে ধ্বংসস্তূপের নীচে ঐতিহাসিক 'কল্প কেদার'
STORY | Uttarakhand floods: Ancient Shiva temple Kalp Kedar buried under debris
READ: https://t.co/rybmv1jpi0 pic.twitter.com/sa3UvhhH4g
— Press Trust of India (@PTI_News) August 6, 2025