প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ হাসপাতালে নেই অ্যানাস্থেসিস্ট(Anaesthetist )। সিজারের(C-Section) পরিবর্তে নর্মাল ডেলিভারির জেরে মৃত্যু সদ্যজাতর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) পিলভিটের একটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, পিলভিটের কাশীরাম মায়া রাজ হাসপাতালে। এই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে শিশুর পরিবার।

হাসপাতালের গাফিলতির জেরে শিশু মৃত্যু

জানা গিয়েছে, গত শনিবার স্ত্রী অঞ্জলিকে কাশীরাম মায়া রাজ হাসপাতালে ভর্তি করেন রাজীব কুমার মৌর্য নামে এক ব্যক্তি। অঞ্জলি অন্তঃসত্ত্বা ছিলেন। শুরু থেকেই তাঁকে চিকিৎসকেরা সিজারের পরামর্শ দেন। রবিবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁকে ওটিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই সময় হাসপাতালে অ্যানাস্থেসিস্ট উপস্থিত না থাকার কারণে সি-সেকশন করা যায়নি। এরপর স্ত্রীকে অন্য হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নিলে কাশীরাম মায়া রাজ হাসপাতাল কর্তৃপক্ষ নর্মাল ডেলভারির পরামর্শ দেয়। অভিযোগ, নর্মাল ডেলভারি করতে গিয়ে মৃত্যু হয় শিশুর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতালে। হাসপাতালের গাফিলতির কারণেই মৃত্যু সদ্যজাতর এমনটাই দাবি রাজীব ও তাঁর পরিবারের। ইতিমধ্যেই কাশীরাম মায়া রাজ হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

সিজারের পরিবর্তে নর্মাল ডেলিভারির জেরে মৃত্যু সদ্যজাতর