জারি উদ্ধারকার্য (ছবিঃANI)

নয়াদিল্লিঃ দুর্ঘটনার সাক্ষী দিল্লির পাহাড়গঞ্জ (Paharganj)। ভেঙে পড়ল নির্মিয়মান বহুতল (Under Construction Building)ভবনের দেওয়াল। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ৩ জনের।ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজন চাপা পড়ার আশঙ্কা। জারি উদ্ধারকার্য। আটকে থাকা মানুষজনকে উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জাতীয় বিপর্যয় রক্ষাবাহিনী। জানা গিয়েছে, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির পাহাড়গঞ্জের নবী করিম এলাকায়। ওই এলাকার আর কাসনা রোড কৃষ্ণা হোটেলের কাছে আচমকাই ভেঙে পড়ে একটি তলা।

দিল্লিতে বহুতল ভেঙে বিপত্তি, মৃত ৩

স্থানীয় সূত্রে খবর, আচমকাই বিকট শব্দ পেয়ে ছুটে আসেন আশেপাশের মানুষ। ছুটে এসে তাঁরা দেখেন ভেঙে পড়েছে ওই নির্মিয়মান ভবনের একটি তল। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। একে একে ঘটোনাস্থলে এসে হাজির হয় পুলিশ, দমকল ও বিপর্যয়রক্ষী বাহিনী। শুরু হয় উদ্ধারকার্য। প্রথমে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় পাঁচজনকে। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হয় তাঁদের মধ্যে ৩ জনের। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকি দু'জন এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা আতিশী মারলেনা।

 আচমকা ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ৩ জনের